[email protected] বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫
৯ই পৌষ ১৪৩২

কাপ্তাই হ্রদে মাছ শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪ ১৫:০৪ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ৬:২৫ এএম

ফাইল ছবি

পানি স্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ মাস মিঠা পানির কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল দিবাগত রাত থেকে কার্যকর হবে। এই সময় থেকে কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, নৌ পুলিশ, বিজিবি প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মূলত কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


কাপ্তাই হ্রদে মাছ শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪ ১৫:০৪ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ৬:২৫ এএম

ফাইল ছবি

পানি স্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ মাস মিঠা পানির কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল দিবাগত রাত থেকে কার্যকর হবে। এই সময় থেকে কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, নৌ পুলিশ, বিজিবি প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মূলত কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর