[email protected] সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫
১২ই কার্তিক ১৪৩২

কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৪ ৫:১১ পিএম

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্যকে বিকৃত করে গুজব রটিয়ে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এজন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করেছেন তিনি, তবে ওই দলের নাম উল্লেক করেননি মন্ত্রী।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মহিবুল হাসান চৌধুরী একথা বলেন। এর আগে গত রোববার ডিসি সম্মেলনে আলোচনা প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষার বিষয়েও কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা বারবার বলছি, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, অবশ্যই থাকবে। কারণ, আমরা আইন দ্বারা সেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সম্মান দিয়েছেন। সেই মর্যাদাকে আমরা অক্ষুণ্ন রেখেছি। আইন দ্বারা স্বীকৃত সেই মর্যাদা। কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৪ ৫:১১ পিএম

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্যকে বিকৃত করে গুজব রটিয়ে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এজন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করেছেন তিনি, তবে ওই দলের নাম উল্লেক করেননি মন্ত্রী।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মহিবুল হাসান চৌধুরী একথা বলেন। এর আগে গত রোববার ডিসি সম্মেলনে আলোচনা প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষার বিষয়েও কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা বারবার বলছি, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, অবশ্যই থাকবে। কারণ, আমরা আইন দ্বারা সেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সম্মান দিয়েছেন। সেই মর্যাদাকে আমরা অক্ষুণ্ন রেখেছি। আইন দ্বারা স্বীকৃত সেই মর্যাদা। কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর