[email protected] সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫
১২ই কার্তিক ১৪৩২

সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ৪:৩২ পিএম

ফাইল ছবি

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ২০২২ সালের পর দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। খবর এএফপির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত এবং অর্থায়নের দায়ে ওই সাত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে একটি সৌদি আরব। এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ২৯ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। এছাড়া গত বছর দেশটিতে ১৭০ জনকে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুই বছর আগে দেশটিতে একদিনে ৮১ জনকে শিরশ্ছেদের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। সেখানে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা একটি সাধারণ ঘটনা।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ৪:৩২ পিএম

ফাইল ছবি

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ২০২২ সালের পর দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। খবর এএফপির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত এবং অর্থায়নের দায়ে ওই সাত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে একটি সৌদি আরব। এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ২৯ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। এছাড়া গত বছর দেশটিতে ১৭০ জনকে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুই বছর আগে দেশটিতে একদিনে ৮১ জনকে শিরশ্ছেদের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। সেখানে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা একটি সাধারণ ঘটনা।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর