অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে: জিএম কাদের
আপডেট: ০৫ মার্চ ২০২৪ ৪:৪৯ পিএম
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে, অগ্নিনির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল।
মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রতিবছর শতশত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে, পুরো দেশটাই এখন অগ্নিঝুঁকিতে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, প্রধান কারণ হচ্ছে, সুশাসনের অভাব। জবাবদিহিতা নেই কোনো স্তরে। দুর্নীতির বিস্তার হচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। কোনো ভালো কিছু ঘটলে তার কৃতিত্ব নেওয়ার ও দেওয়ার লোকের অভাব নেই। দুর্ঘটনার জন্য কেউই দায় নিতে চায় না। একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সময়ক্ষেপণ করা হয়। তাই দুর্ঘটনা আবার স্বাভাবিক ঘটনা হিসেবে অন্য কোথাও ঘটতে শুরু করে।
এমএসএস


আপনার মূল্যবান মতামত দিন: