শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ৪:০৮ পিএম
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সংসদ সদস্যের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের ৪৮ জন শপথ নিয়েছেন।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেন তারা।
এমএসএস


আপনার মূল্যবান মতামত দিন: